এই গানের কোন অডিও/ভিডিও পাওয়া যায়নি!
এ পথে যখনই যাবে
বারেক দাড়ায়ো ফুলবনে
শুধু দু’হাত ভরিয়া দেবো ফুল,
দেবো ফুল ।।
তার বিনিময়ে কভু
চাহিব না কিছু এ জীবনে
নত আখি রহিবে ব্যকুল
শুধু দু’হাত ভরিয়া দেবো ফুল দেবো ফুল
পাষান প্রতিমা বুজে
কে কবে পেয়েছে প্রতিদান
কার লাগি মিছে অভিমান ।।
তোমারে দেবতা করি রাখিব দূরে আমি
বন্ধু ভাবিয়া কভু হবো না আকুল
শুধু দেবো ফুল দেবো ফুল
এ পথে যখনই যাবে
বারেক দাড়ায়ো ফুলবনে
শুধু দু’হাত ভরিয়া দেবো ফুল,
দেবো ফুল ।।
যদি জাগে কোন প্রিয় সাধ
যদি জাগে কোন ভালবাসা
অন্তরে নীরব রহিবে
ফুটিবে না কোন তার ভাষা
দু’কুল ভরিয়া যদি নেমে আসে চোখে মোর জল
মনে করো সে তো মোর ছল ।।
তোমারে বাধিতে পারি কি আছে আমার প্রিয়
মনে করো সব কিছু ভুল শুধু
দেবো ফুল ।দেবো ফুল ।
এ পথে যখনই যাবে
বারেক দাড়ায়ো ফুলবনে
শুধু দু’হাত ভরিয়া দেবো ফুল,
দেবো ফুল ।।