এসেছে ব্রজের বাঁকা,
কালো সখা, দেখবি আয়
তোদের এই নদিয়ায়।
এবার তাঁর রঙ ফিরেছে ঢং ফিরেছে
কালো এখন চেনা দায়।।
*আর তো তাঁর কালো বরণ নাই
এবার রাই অঙ্গে অঙ্গ ঢেকে
গৌর হলো তাই
সেই ব্রজে প্রেমের খেলা
সেই ব্রজে রসের খেলা
সেই ব্রজে ভাবের খেলা
খেলতে এসেছে হেথায়।।
*ওগো তাঁর প্রেমের এই তো রীত
আগে মন মজায়ে শেষটা বড় জ্বালায় বিপরীত
এখনো যায়নি স্বভাব
গৌর হয়েও যায়নি স্বভাব
কেঁদে কেঁদেও যায়নি স্বভাব
ক্রমে পাবি পরিচয়।।
*প্রেমেতে ঋণী হয়েছে
তাই তাঁর হাতের বাঁশি কেড়ে নিয়ে
বিদায় দিয়েছে
রাধা নাম সাধবে কিসে
সাধের নাম সাধবে কিসে
বাঁশি নাই নাম সাধবে কিসে
বদন তাই গুণ গায়।।