এই বসন্তে

ধরনঃ বিবিধ
গীতিকারঃ
সুরকারঃ
অ্যালবামঃ

ফুটছে যেন তারার মতো শুকনো কলি সতেজ আবার
গাইছে সময় বইছে হাওয়া বদলে দেবার গানগুলো তার
নানান সুরে আসছে ভেসে হৃদয় ঘেসে মিলাচ্ছে কোন অনন্তে,
এই বসন্তে, —— এই বসন্তে,

পাক ফিরে পাক নীরব দেহ আবার প্রাণের ছোঁয়া
শীতল হৃদয় উষ্ণতা পাক, স্পর্শে উঠুক ধোয়া।

এই বসন্তে হোক দেখা আবার, আড্ডা জমুক গরম চায়ের কাপে
জমতে থাকা বরফ গলুক তারই উষ্ণ ভাপে — তারই উষ্ণ ভাপে

আবার সকল এক হয় যাক মন ছুটে যাক অজানা দিগ দিগন্তে।
এই বসন্তে।