এইটুকু খোলা রেখো পথ
যদি কোনদিন আসি ফিরে।।
খোলা জানালা থাক না খোলা,
তোমার দু’চোখ যেমন ছিল।
মন যদি কাঁদে দূর নিশ্চুপে,
তাঁরা হয়ে জ্বলে…
দেবো আকাশের ছোঁয়া…আর একটু আলো।
এইটুকু খোলা রেখো পথ
যদি কোনদিন আসি ফিরে।
ভালোবাসায় জানি ছিল ভুল,
তবু কেন মন হারালো? ।।
আজ বালুচরে ভেসে যাওয়া সব
সৃতির ঘর হয় এলোমেলো।
বর্ষার জলে মাধবীলতায় ব্যথা ভরে তুলে
মৌনতায় মুছে যাওয়া গান হৃদয়ে এলো।।