আমি বনফুল গো

গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

আমি বনফুল গো
আমি বনফুল গো
ছন্দে ছন্দে দুলি আনন্দে
আমি বনফুল গো।

বাসন্তিকার কণ্ঠে আমি
বাসন্তিকার কণ্ঠে আমি,
মালিকার ও দুল গো,
মালিকার ও দুল গো,
আমি বনফুল গো
ছন্দে ছন্দে দুলি আনন্দে
আমি বনফুল গো।।

বনের পরী আমার সনে
খেলতে আসে কুঞ্জবনে,
বনের পরী আমার সনে
খেলতে আসে কুঞ্জবনে,
ফুল ফোটানো গান গেয়ে যায়
ফুল ফোটানো গান গেয়ে যায়,
পাপিয়া বুলবুল গো
পাপিয়া বুলবুল গো,
আমি বনফুল গো
ছন্দে ছন্দে দুলি আনন্দে
আমি বনফুল গো।।

পথিক ভ্রমর শুধায় মোরে
সোনার মেয়ে নাম কি তোর?
বলি, ফুলের দেশের কন্যা আমি
বলি, ফুলের দেশের কন্যা আমি
চম্পাবতী নামটি মোর
চম্পাবতী নামটি মোর।

লতার কোলে চাঁদনি রাতে
বাসর জাগি চাঁদের সাথে,
লতার কোলে চাঁদনি রাতে
বাসর জাগি চাঁদের সাথে,
ভোরের বেলা নয়ন কোনে
দোলে শিশির দুল গো,
আমি বনফুল গো
ছন্দে ছন্দে দুলি আনন্দে
আমি বনফুল গো
আমি বনফুল গো
আমি বনফুল গো।।