আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত

ধরনঃ বিবিধ
গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

আমি দেখেছি জীবন ভ’রে চাহিয়া কত ;
তুমি আমারে যা দাও, সবই তোমারি মত।

আকুল হইয়ে মিছে,
চেয়ে মরি কত কিযে,
কাঁদে পদতলে নিষ্ফল বাসনা শত।

কিসে মোর ভাল হয়
তুমি জান, দয়াময়,
তবু নির্ভর জানে না এ অবিনত।

আমি কেন চেয়ে মরি ;
তুমি জান কি সে, হরি
সফল হইবে মম জীবন ব্রত।

চাহিব না কিছু আর ;
দিব শ্রীচরণে ভার,
হে দয়াল, সদা মম কুশল-রত।