play_circle_filled
pause_circle_filled
আমার একদিকে শুধু তুমি
volume_up
volume_off
আমার একদিকে শুধু তুমি
পৃথিবীটা অন্যদিকে
এ দিকে একটি প্রদীপ
সূর্যটা ওদিকে
আমি তোমারি দিকটা নিলাম
এধারে দু’ফোটা চোখের জল
ওধারে অথৈ সাগর অতল
তবু সমুদ্র ছেড়ে চোখেরই জলটা
বুকে করে আমি গেলাম
এখানে কাঁটা লতায় একটি ফুলের গোলাপ
এখানে বসন্ত হাজার ফুলের মেলা
এপাশে শঙ্কা চিন্তার দিন
ওপাশে সময় ভাবনা বিহীন
তবু নির্ভাবনার শান্তিকে ছেড়ে
অশান্তি নিতে এলাম