আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো

গীতিকারঃ
সুরকারঃ
গেয়েছেনঃ
অ্যালবামঃ

আমাকে পোড়াতে যদি,
এতো লাগে ভালো,
আমাকে পোড়াতে যদি,
এতো লাগে ভালো,
জ্বালো আগুন আরো জ্বালো,
ডালো আরো বাথা ডালো।
জ্বালো আগুন আরো জ্বালো,
ডালো আরো বাথা ডালো।
আমাকে পোড়াতে যদি,
এতো লাগে ভালো।

আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি,
দিয়েছো আগাত যতো সবই তা সয়েছি।
আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি,
দিয়েছো আগাত যতো সবই তা সয়েছি।

নিঠুর ওগো তবুও তোমাকে লেগেছে ভালো,
তোমাকে বেসেছি ভালো।
জ্বালো আগুন আরও জ্বালো,
ডালো আরো বাথা ডালো,
আমাকে পুড়াতে যদি,
এতো লাগে ভালো।

এ হৃদ্যয় ধুপসম তমারই জ্বালায়,
যায় যদি জলে পুড়ে ছাই হয়ে যাক।

কিছু তার শুরভি,কিছু তার বেধনা,
পড়বে তোমার মনে যেখানেই থাকো না।
কিছু তার শুরভি,কিছু তার বেধনা,
পড়বে তোমার মনে যেখানেই থাকো না।

সেদিনের সে সৃতি যানি গো তোমার মনে,
জ্বালবে না আলো।
জ্বালো আগুন আরো জ্বালো,
ডালো আরো বাথা ডালো।
জ্বালো আগুন আরো জ্বালো,
ডালো আরো বাথা ডালো।
আমাকে পোড়াতে যদি,
এতো লাগে ভালো।