আমরা সখী দুটি পাখী রয়েছি এক ডালেরে,
একটা কেন উড়ে যাবে আর একটারে ফেলেরে।
মনে আড়াল হয় সখী চোখের হলে রে।
আমরা সখী দুটি পাখী রয়েছি এক ডালেরে,
একটা কেন উড়ে যাবে আর একটারে ফেলেরে।
আমরা সখী দুটি পাখী রয়েছি এক ডালেরে,
একটা কেন উড়ে যাবে আর একটারে ফেলেরে।
মনে আড়াল হয় সখী চোখের হলে রে।
আমরা সখী দুটি পাখী রয়েছি এক ডালেরে,
একটা কেন উড়ে যাবে আর একটারে ফেলেরে।
লেখা পড়া শিখি নাই তো পত্র দেবো তোরে,
কোথায় থাকিস কেমন থাকিস যানবো কেমন করে,
আমি যানবো কেমন করে।
দিনের বেলায় সূর্য হবো রাতে হবো তারা,
ছায়া হয়ে পাশে পাশে দেবো যে পাহারা,
আমি দেবো যে পাহারা।
আমরা দুজন বাধা আছি মনে ও আচলে রে।
আমরা সখী দুটি পাখী রয়েছি এক ডালে রে।
রক্তের চেয়ে সক্ত যানি মদের এ বাধন,
তোর কোলেতে মাথা রেখে হয় যেনো মরণ,
আমার হয় যেনো মরণ।
পানি কাটলে হয় তো ভাগ রাখিস সধা মনে,
বাচতে আমি চাই ওরে সখী তুই বিহনে,
ওরে সখী তুই বিহনে।
সুখের দিনে নাইবা থাকি থাকবো দুঃখের কালে রে।
আমরা সখী দুটি পাখী রয়েছি এক ডালেরে,
একটা কেন উড়ে যাবে আর একটারে ফেলেরে।
মনে আড়াল হয় সখী চোখের হলে রে।
আমরা সখী দুটি পাখী রয়েছি এক ডালেরে,
একটা কেন উড়ে যাবে আর একটারে ফেলেরে।