তার চোখ দেখে ছলছল
আমার প্রাণ হলো চঞ্চল
তাইতো আকাশ মেঘ করেছে
কখন নামে ঢল।
থমথমে পথ, থেমে আছে সেই
ডাকছে যেতে তবু সাড়া নেই
একলা সে কি ছলছল চোখে
খুঁজছে কাকে কত চেনা মুখে
সেই চোখে দেখি এই নিরালায়
কত কোলাহল।
তার চোখ দেখে ছলছল
আমার প্রাণ হলো চঞ্চল
তাইতো আকাশ মেঘ করেছে
কখন নামে ঢল।
জমা থাকে শত, কথা কত মনে
ঢেকে রাখে তারা যেন প্রানপণে
বলছেনা কিছু সে নিরব ঠোটে
তবুও যেন কত কথা ফুটে উঠে
জানি নিরবতার এই আড়ালে
কত সে ব্যাকুল