আজি মিলন নিশি ভোরে

আজি মিলন নিশি ভোরে
জেগে দেখি গেছ চলে কখন ঘুমঘোরে।।

ডাকি যতই সাড়া না পাই
বাতাস কহে নাই সে তো নাই
বিদায় নিলে জানালে তাই ছিন্ন কুসুমডোরে।।

স্বপন এনেছিলে আমার রাতের জাগরণে,
শুধাই তোমায় প্রভাতে তার কিছু কি নাই মনে।

রয়ে রয়ে ফুলের বাসে
সেই কথা মোর মনে আসে
রাতের তিথি ক্ষণে ক্ষণে ভাসায় আঁখিলোরে।।