আমি ভেতর ভেতর পুড়ে পুড়ে
মেঘের মতো উড়ে উড়ে
যাচ্ছি দূরে ক্রমশ সরে
তোমার থেকে হ্যাঁ তোমার থেকে
বৃষ্টি নামে শহর জুড়ে
কত কথার থোকায় থোকায় মেঘ জমে মনে
আকাশ কাঁদে অভিমানে
পায়না কি আজ অঝর ধারায় সে খুজে যারে
তাই তোমার থেকে সরে সরে
যাচ্ছি ভেসে বহু দূরে
আড়াল হয়ে আর আগলে রেখে
তোমার থেকে, হ্যাঁ তোমার থেকে